
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া বদরখালী বাজারে প্রকাশ্যে অ-স্ত্র উঁচিয়ে গু-লি করে স-স্ত্রা-সী হা-ম-লা ও লু-ট-পা-টে-র ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে বদরখালী ইউনিয়ন পরিষদের সামনে নোপা এন্টারপ্রাইজ নামক ভবনে এ হামলার ঘটনা ঘটে।
পুরো ভবনে ভাড়া থাকেন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা। একটি ফ্লোরে প্যান্টাওশানের কর্মকর্তা ও অন্যান্য ফ্লোরে কয়লা বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রীলঙ্কান নাগরিক থাকেন বলে নিশ্চিত করেন বাড়ির মালিক আলহাজ্ব নুরুন্নবী।
প্রত্যক্ষদর্শী ভবনের কেয়ারটেকার আবু তাহের জানান, রাত আটটার টার দিকে একদল সন্ত্রাসী অ-স্ত্র- শ-স্ত্র নিয়ে বিল্ডিংয়ে হা-না দেয় এবং এলোপাতারিভাবে গো-লা-গু-লি করে ।এতে ভবনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে পড়ে। লোকজন আ-ত-ঙ্কি-ত হয়ে পড়ে। বিদেশি নাগরিকদের কোন ক্ষয়ক্ষতি না হলেও গুলির আ-ঘা-তে তাদের রুমের কাঁচ ভেঙে যায়। নিচের তলায় ভবন মালিকের অফিসে হামলা চালিয়ে ড্রয়ারে সংরক্ষিত আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
নুরুন্নবী বলেন, ভবনে হামলা হওয়ার সাথে সাথেই স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ কে বিষয়টি অবহিত করি। ভবনের ১০০ গজের মধ্যে অবস্থিত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অবস্থান করলেও তিনি কোন ধরনের সাহায্যের হাত না বাড়িয়ে উল্টো হা-ম-লা-কা-রী-দে-র রক্ষার চেষ্টায় বিভিন্ন ধরনের তদবির করছে বলে জানতে পারি। পরে পুলিশকে বিষয়টি জানালে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আ-হ-ত-দে-র উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এ ঘটনায় কয়লাবিদ্যুৎ এ কর্মরত বিদেশি নাগরিকসহ কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তপূর্বক মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেন ভবন মালিক নুরুন্নবী।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: ওসমান গণি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনা হয়। লিখিত অভিযোগ পেলে অপরাধীদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।