
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা র্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি বকশিগঞ্জ উপজেলার চর কাউরিয়া সীমারপাড় এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মো. আশ্রাফ (৫৮) ও মো. দুলাল মিয়ার ছেলে নয়ন মিয়া (২৮)।
৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-১৪ (সিপিসি-১) এ কথা জানান। সূত্রে আরও জানা গেছে,বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জের জেলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে ১২৫ পিস ই-য়া-বা, একটি মোবাইল সেট ও নগদ তিন হাজার টাকাসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ই-য়া-বা-র আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।