মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় হোমনা থানায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে পুলিশ পরিদর্শক তদন্ত আজিজুল বারীর উপস্হাপনায় এবং অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, হোমনা-মেঘনা সার্কেল মো. ফজলুল করিম। সভায় হোমনা থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের পক্ষে কয়েকজন ফোর্স ও অফিসার বিভিন্ন সমস্যা উপস্হাপন করেন। প্রধান অতিথি তাদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলোর সমাধানকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।