জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধিঃ সৃষ্টির সেরা সুন্দর শিশু আর পাখি,সৃষ্টির সৌন্দর্য্য রূপ প্রকাশ করে শিল্পীর তুলিতে” এই শ্লোগানকে সামনে রেখে চকরিয়া আর্ট ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ মার্চ) চকরিয়ার সুরাজপুরে নিভৃর্ত নিসর্গ পার্কে জাঁকজমকভাবে বর্ষপূর্তি উদযাপন করা হয়। চকরিয়া আর্ট ক্লাবের সহ-সভাপতি নোলক বাচ্ছুর সঞ্চালনায়,সভাপতি রুহুল কাদের সভাপতিত্বে, মোস্তফা নূরীর কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া আর্ট ক্লাবের প্রধান উপদেষ্টা শব্বীর আহমদ উসমানী, উপদেষ্টা মাহাবুর রহমান চৌধুরী, উপদেষ্টা ফিরোজ শাহী। এ সময় উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন নূরী,কোষাধ্যক্ষ মোঃ আবদুর রহিম,সাংগঠনিক সম্পাদক চকরিয়া তাঁতীলীগ আহবায়ক সাইফুল ইসলাম সোহাগ,সিনিয়র সদস্য ও চকরিয়া জয়নুল চারুকলা একাডেমীর পরিচালক আশরাফ উদ্দিন খোকন,সদস্য কৃষিমেলা এগ্রোসীডের মালিক শহীদুল ইসলাম সোহেল,মাস্টার আনোয়ার,কাজল দাশ,আবদুর রহিম,ইকবাল রানা শুক্কুর,মোঃ ফারুক,মিজু,দিদার,জিয়া,শফিক,রতন প্রমুখ। অনুষ্ঠানে যুগোপযোগী সিদ্ধান্তের ভিত্তিতে চকরিয়া আর্ট ক্লাবকে সবার কাছে পরিচিত ও এগিয়ে নিতে আহবান জানান বক্তাগণ। আলোচনা সভা, মধ্যাহ্নভোজ,সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষ পূর্তির সমাপ্তি ঘটে।