মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : আসন্ন ২০ অক্টোবর ২০২০ইং রোজ মঙ্গলবার রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী ও এই ইউপি’র বর্তমান চেয়ারম্যান উন্নয়নের রূপকার মো. ইকবাল হোসেনের সমর্থনে হরকলিতে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত কাল রাত ৮টার পর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হরকলি জামে মসজিদ সংলগ্ন মাঠে বিপুল সংখ্যক নারী-পুরুষ,আবাল-বৃদ্ধ ভোটারদের সমবেত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী ইকবাল হোসেন বলেন, গত ৫ বছরে ইউনিয়নে ব্যাপক উন্নয়ন সাধন করেছি। হরিদেবপুর ইউনিয়নের রাস্তা-ঘাট, হাট-বাজার, স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ, মন্দির-হরিসভা, কবরস্থান-শ্মশান নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাপক উন্নয়ন করেছি। এছাড়াও ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলোতে সোলার বাতি স্থাপনের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত ইউপি নির্বাচনের প্রতিশ্রুতির ৯৫ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। এই ওয়ার্ডে দু’টি সড়ক পাকাকরণ প্রক্রিয়াধীন রয়েছে। হরিকলি’র আব্দুল্লাহ্পুর হাইওয়ে সড়ক হতে মমিনপুর হাড়িয়ারকুটি বদরগঞ্জ যাওয়া সড়কের বালাটারীর মোড় দুই কিলোমিটার সড়কটি সম্পর্কে বলেন, আশা করি চেয়ারম্যান নির্বাচিত হলে সড়কটিসহ ইউনিয়নের অসমাপ্ত নানা উন্নয়নমুখী প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারব। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূনরায় ঢোল মার্কায় ভোট চান স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন। এ সময় গণমাধ্যম কর্মীসহ অত্র ওয়ার্ডের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।