
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ২০২০, অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় তিন প্রতিষ্ঠান কে ১৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বব) দুপুরে পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা বাজার ও বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার ও অন্যের মোড়ক ব্যবহার করার অপরাধে আমন্ত্রণ বেকারীকে ৬০০০/-, স্বদেশ সুপার শপকে আমদানিকারকের লেবেলবিহীন বিদেশি পন্য বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার দায়ে ৫০০০/- ও রয়েল হিমালয় চা কে মোড়কবিধি না মানার দায়ে ৫০০০/- ভোক্তা-অধিকার আইন,২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেওয়া হয় ।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সদর স্যানিটারী ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য ও সদর থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।