
মো: বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় গোহালাকান্দা ইউনিয়নে পরিবার পরিকল্পনা অফিসের পাশ দিয়ে বয়ে যাওয়া, কামালপুর শালদিঘা ভায়া দাপুনিয়া বাজার পর্যন্ত কাঁচা রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক ।এলাকার মানুষজন ও স্কুলের ছাত্র/ছাত্রীদের চলাচলের জন্য রাস্তাটি খুুুবই গুরুত্বপূর্ণ।
কিন্থু কয়েক যুগ পেরিয়ে যাওয়ার পরও গোহালাকান্দা ইউনিয়নের রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। একাধিক এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের এই রাস্তার জন্য বার বার আমরা জনপ্রতিনিধিদের বলে যাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। নির্বাচন আসলে তারা ওয়াদা করেন,রাস্তাটি করে দিবেন কিন্থু দুঃখের বিষয় চেয়ারে বসে তারা আমাদের সাথে করা ওয়াদার কথা ভুলে যান। অবশেষে আমরা গ্রামবাসীদের নিকট থেকে টাকা উঠিয়ে রাবিশ ও বালি দিয়ে কোনমতে চলার জন্য নিজেদের স্বেচ্ছাশ্রমে কাজ করছি। তারা আরো বলেন,আমাদের এই রাস্তা যেহেতু জনপ্রতিনিধিরা করে দেন নি তাই আমরা প্রশাসনের কাছে আমাদের এই রাস্তাটি টেন্ডারের মাধ্যমে সংস্কার করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।