
মো: বাবুল নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এর কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে।জেলাবাসীর অভিযোগ, আজ কয়েকদিন যাবৎ রাতদিন মিলিয়ে প্রতি ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ আসা- যাওয়া করছে।ফলে শিশু ও বৃদ্ধরা অতিষ্ঠ হয়ে পড়েছে। ছেলে- মেয়েদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। তারা আরো জানান,ঘন ঘন লোডশেডিং এর কারণে ফ্রিজ,টিভি,পাখাসহ অনন্যা ব্যবহৃত যন্ত্রপাতি বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যায়, ভাল আবহাওয়া থাকার পরেও পিডিবি অফিস কর্মকর্তা/কর্মচারী দায়িত্বভার এড়িয়ে তাদের মতো করে অফিস পরিচালনা করে।
নেত্রকোনার নাগড়ায় ব্যবসায়ী মো: ফারুক ক্ষোভে জানান,একদিকে করোনাভাইরাসের প্রভাব অন্যদিকে চরম গরমের মাঝে পিডিবি অফিসের লোকেরা বিদ্যুৎ নিয়ে করছে লুকোচুরি।আমার দোকানে ফ্রিজে থাকা আইসক্রিম ডেমেজ হয়ে যাচ্ছে।
বিষয়টি জানার জন্য নেত্রকোনা জেলার পিডিবি নির্বাহী প্রকৌশলী মো: রুবেল হোসেনের টেলিফোনে কল করে না পাওয়ায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।