
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ১৫ মে ২০২০,শুক্রবার জামালপুরের প্রতিবেদনে আরও মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইসলামপুর উপজেলায় ২ জন, মাদারগঞ্জ উপজেলায় ১ জন ও দেওয়ানগঞ্জ উপজেলায় ১ জন করোনায় সংক্রমিত হয়েছে। নমুনা পরীক্ষায় ময়মনসিংহ ল্যাবে ১২ টিতে ৩ জন, জামালপুর ল্যাবে ৫৩ টিতে ১ জন শনাক্ত হয়েছে। জেলায় সর্বমোট ১১৫ জন সংক্রামিত হয়েছে। তন্মধ্যে সরিষাবাড়ী-উপজেলায় ৮জন, মেলান্দহে ১১, মাদারগঞ্জে ১৩, বকশীগঞ্জে ৮, দেওয়ানগঞ্জে ৮, ইসলামপুরে ২৫, ও জামালপুর সদর উপজেলায় ৪২জন। সর্বশেষ নমুনা সংগ্রহ ৮০, মোট নমুনা সংগ্রহ ২২০৭। ১৫মে ২০২০ সুস্থ ৭জন, সর্বমোট সুস্থ ৫৫ জন। সর্বমোট মৃত্যু ৩জন (চিকিৎসাধীন অবস্থায় ১-দেওয়ানগঞ্জ, মৃতের নমুনায় শনাক্ত ২- ইসলামপুর)।