
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ এর নিজস্ব উদ্যোগে হোমনা ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সমিতির ১২০ জন ইমামের মাঝে ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার হোমনা সদরে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এ ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয় ।
হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন,যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, জেলা তাঁতি লীগ নেতা আরাফাত হোসেন সরকার, শ্রমিকলীগ সভাপতি মো. নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, পৌর আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ মো. মেহেদী হাসানসহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।