
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় মরহুম আবদুল আউয়াল বাচ্চু চেয়ারম্যান মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে করেভনার প্রভাবে খেটে খাওয়া অসহায় ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে । কুমিল্লা -২ (হোমনা -তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশে আজ বৃহস্পতিবার সকালে ফাউন্ডেশনের পরিচালক মো. কায়সার আহমেদ বেপারীর নেতৃত্বে মাথাভাঙ্গা ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
জানা গেছে, প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ প্যাকেট লবণ, ১ কেজি ছোলা, আধা কেজি মুড়ি বিতরণ করা হয়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন,যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াছ,ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, জয়নাল আবেদীন, জুয়েল রানা, যুবলীগ নেতা মাইনুল হোসেন মেম্বারসহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।