crimepatrol24
১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৪৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

ডিমলায় এক ছাত্র করোনায় আক্রান্ত,১৪টি পরিবার লকডাউন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১২, ২০২০ ৩:৩৬ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় গাজিপুর থেকে আসা এক কিশোর ছাত্র(১৭)কোভিট-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ ঘটনায় ওই এলাকার ১৪টি পরিবারকে লকডাউন করেছেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।এ নিয়ে জেলায় তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় জেলাবাসী ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন।
জানা যায়, ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা বাগানপাড়া গ্রামের বাসিন্দা উক্ত ছাত্র। সে এবার এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকার গাজিপুরে গিয়ে প্যান্ট তৈরির একটি কারাখানায় সিকিউরিটি গার্ডের চাকরি করতো।গত ৬ এপ্রিল সে গাজিপুর থেকে নিজ গ্রামে ফেরত আসার পর তার মাঝে করোনার উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য বিভাগ গত ৯ এপ্রিল ওই কিশোরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ(রমেক)হাসপাতালে প্রেরণ করেন। শনিবার(১১এপ্রিল)বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে রির্পোট আসলে ওই কিশোর ছাত্রের রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া যায়। বিষয়টি জানার পর উপজেলা স্বাস্থ্য বিভাগ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে জানালে তাদের সকলের প্রচেষ্টায় সন্ধ্যায় এ্যাম্বুলেন্সে ওই কিশোরকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়।এ সময় ওই কিশোরের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ ও তার পরিবারসহ গ্রামের ১৪টি বাড়ি লকডাউন করেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আক্রান্ত কিশোরের পরিবারের অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশসহ ১৪টি বাড়ি লকডাউন করা হয়েছে।১৪টি পরিবার লকডাউন যথেষ্ট হয়েছে কিনা এমন প্রশের উত্তরে তিনি বলেন, সে ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বিস্তারিত বলতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ সারোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ওই কিশোরের করোনা উপসর্গ দেখা দেয়ায় ৯ এপ্রিল তার নমুন সংগ্রহ করে রংপুরে পরিক্ষার জন্য পাঠানো হলে শনিবার(১১ এপ্রিল) তার রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া যাওয়ায় তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।এ সময় সকলের সহযোগিতায় ওই পাড়ার ১৪টি বাড়ি লকডাউন করা হয়। মাত্র ১৪টি পরিবার লগডাউন করা যথেষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন,আমরা(স্বাস্থ্য বিভাগ),উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর কাছ থেকে বিস্তারিত জেনেছি যে, ঢাকা থেকে এসে ওই কিশোর বেশি বাহিরে ঘোরা-ফেরা করেননি। তবে আমাদের সকলকেই আরো বেশি সচেতন হয়ে সতর্ক থাকতে হবে।
নীলফামারী সিভিল সার্জন ডা.রণজিৎ কুমান বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে স্থানীয়দের অনেকেই নাম প্রকাশ না শর্তে বলেন, গত ৬ এপ্রিল ওই কিশোর ঢাকা থেকে গ্রামের বাড়ি আসার পর থেকে সে ও তার সংস্পর্শে আসা পরিবারের লোকেরা দিব্বি বাড়ির আশ-পাশের দোকানগুলোসহ বিভিন্ন পাড়া মহল্লা,হাট-বাজারে অবাধে দাপিয়ে বেড়িয়েছেন।তাই মাত্র ১৪টি বাড়ি লকডাউন করায় শঙ্কিত হয়ে পড়া স্থানীয়রা করোনায় শনাক্ত কিশোরের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে কম করে হলেও পুরো গ্রামটি লকডাউনের বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঢাকা থেকে আসা একজন চিকিৎসকের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়লে হাসপাতালটি অবরুদ্ধ করা হয়। এরপর সেখানে অবস্থানরত ১৯ রোগীসহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও হাসপাতাল চত্বরের আবাসিক সদস্য ১৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরদিকে গত ৯ এপ্রিল নারায়ানগঞ্জ হতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার গ্রামের বাড়িতে আসার পর করোনা ভাইরাস আক্রান্তে হয় এক শ্রমিক। ফলে সৈয়দপুরে ওই শ্রমিকের গ্রামের ২০টি বাড়ি লকডাউন করা হয়। তাদের আসোলেশনে রাখা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ঝিনাইদহে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

হোমনায় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু

পঞ্চগড়ে সড়ক পরিবহণ শ্রমিক লীগের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বি’ক্ষোভ

সারাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বি’ক্ষোভ

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে পুনরায় ফেরদৌস পারভেজ নির্বাচিত

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে পুনরায় ফেরদৌস পারভেজ নির্বাচিত

ক্ষতিপূরণের দাবিতে সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ারকার্স-এমপ্লোয়িজ এসোসিয়েশনের আমরণ অনশন

জগন্নাথপুরে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উল্লাস

অবশেষে ঝিনাইদহে মানহীন ৬৫টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডয়াগনস্টিক সেন্টার বন্ধ হচ্ছে