
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ইতোপূর্বে করোনা ভাইরাসজনিত কারণে ঘরে থাকা অসহায়, গরীব ও নিম্ন আয়ের মানুষদের মাঝে সিও সংস্থার পক্ষ থেকে চাল, ডাল,আলু, পিঁয়াজ ও রসুন বিতরণ করাসহ অন্যান্য খাদ্য বিতরণ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার ০৩/০৪/২০তারিখ বুধবার সিও প্রধান কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জনের মাঝে সাবান, টি মাস্ক, প্রচারপত্র ও সেনিটাইজার বিতরণ করা হয়েছে। সে সময় সিও সংস্থার নির্বাহী পরিচালক বলেন-করোনা ভাইরাসজনিত কারণে ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে সিও সংস্থার পক্ষ থেকে সর্বদা খাদ্য বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আসুন, আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেণির মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি। সিও’র প্রধান কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, ওহিদুর রহমান, পরিচালক (সার্বিক), বদরুল আমিন, প্রধান হিসাব রক্ষকসহ সিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।