আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নববধূ নিয়ে বিয়ের মাইক্রোবাস বাড়ী ফেরার পথে ট্র্যাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ২মহিলা মৃত্যুবরণ করেছে, আহত হয়েছেন আরো ৭ জন।
মঙ্গলবার রাত ৯টায় ডোমার- দেবীগঞ্জ মহা সড়কে পাগলা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা টি ঘটে। জানা যায়, ডোমার উপজেলার পূর্ব বোড়াগাড়ী এলাকার বর গোলাম রাব্বানীর বিয়ে দেবীগঞ্জ উপজেলার তিস্তার হাট থেকে বরযাত্রী কনে নিয়ে বাড়ী ফেরার পথে সদর ইউনিয়নের পাগলা বাজার নামক স্থানে মাইক্রোবাসটির সাথে ট্রাক্টরের মুখোমখি সংঘর্ষ হয়। মাইক্রোটি দুমড়ে মুচড়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জাহিদুল ইসলামের স্ত্রী রুনা বেগম (৪০) মারা যায়। দ্রুত ডোমার থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৭ জনকে উদ্ধার করে ডোমার ও দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সখিনা বেগম (৫৫) নামে আরেক জনের মৃত্যু হয়। নিহত দু’জনের ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী লালার খামার এলাকার বাসিন্দা। ওই রাতে পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘাতক ট্রাক্টরটি আটক করে, ড্রাইভার পালিয়ে যায়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ২জন নিহতের সত্যতা নিশ্চিত করে রাতে আহতদের দেখতে হাসপাতালে যান এবং পুলিশ সুপারের নির্দেশে আহত সকল রোগীদের চিকিৎসার ব্যয় ডোমার থানা পুলিশ করবে বলে জানান। পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দু’টি পরিবারে কাছে হস্তান্তর করা হয়।