অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় রিকশারোহী মা মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন- মা মালেকা বেগম, শিশু ফাতেমা বেগম (৪) ও রিকশা চালক জুয়েল রানা। নিহত মালেকা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাই গ্রামের আদর মোল্লার স্ত্রী ও রিকশা চালক জুয়েল রানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। মালেকা বেগম ও শিশু ফাতেমা আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় কামরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হুদা জানান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রিকশাযোগে চার বছরের মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন মা মালেকা বেগম। রিকশাটি নবীনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির মানিকগঞ্জগামী কাবা পরিবহণের একটি বাস তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও রিকশা চালক মারা যান।