
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমার থানা নীলফামারী জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত হয়েছে ।
গত সোমবার নীলফামারী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কর্ম মূল্যায়ন সভায় ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে সম্মাননা স্মারক গ্রহন করেন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবাগত নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসাবে, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান আতিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন। ডিসেম্বর ২০১৯ খ্রি. মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে নীলফামারী জেলায় শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত হয় ডোমার থানা। এর আগে গত কয়েক মাস পূর্বে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ডোমার থানার মোস্তাফিজার রহমান পুরস্কার গ্রহণ করেন।