![](https://crimepatrol24.com/wp-content/uploads/83734213_187306979338314_88728406518136832_n-1024x498.jpg)
মোঃ মেহেদী হাসান ফারুক, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরের বেকরা ইউনিয়নের মুশুরিয়া গ্রামে পূর্ব শত্রুর জেরে শতাধিক গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। গত ২২ জানুয়ারি বুধবার রাতের আঁধারে দুর্বৃত্তরা শতাধিক গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। বাগান মালিক মুশুরিয়া গ্রামের মৃত খালেক শিকদারের ছেলে মোঃ আরিফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছ প্রতিপক্ষ কেটে ফেলেছে বলে ধারনা করছি। এতে করে আমাদের অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ গাছ কাটাকে কেন্দ্র করে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।