
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে নাছির উদ্দিন বাঘা(৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার মাজালিয়া গ্রামের নিজ বসত ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। সে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের মৃত নূর হোসেন এর ছেলে।
নিহতের মেয়ে নাজমা বেগম(৩৯) সাংবাদিকদের বলেন, তার পিতা নাছির উদ্দিন বাঘা কে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা খুন করেছে, আমরা এর বিচার চাই।
লাশ উদ্ধাকারী সরিষাবাড়ী থানার পরির্দশক (তদন্ত) জোয়াহের হোসেন খান বলেন,বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।লাশের ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।