অনলাইন ডেস্ক >> কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে । এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬২ জন রোগী ভর্তি হয়েছেন।শুধু শনিবারেই ৩০ জন রোগী ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হয়েছেন।চিকিৎসকরা বলছেন,এর আগে ৩২ জন রোগী ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হয়েছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন জানান, যারা এখানকার হাসপাতালে ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হয়েছেন এদের সবাই ঢাকা কিংবা দেশের অন্যান্য ডেঙ্গু আক্রান্ত স্থানে বসবাস করেন অথবা ভ্রমণ করে এসেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়,শনিবার কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৬ জন, জেলার বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন এবং কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হয়েছেন।এর আগে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে আরও ৩২ জন রোগী ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হয়েছেন।এদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা.মোহাম্মদ ইফতেখার উদ্দিন জানান,শনিবারেই এ হাসপাতালে ডেঙ্গুজ্বর নিয়ে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।