ক্রাইম পেট্রোল ডেস্ক:
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জনসহ বিভিন্ন হাসপাতালে মোট ৪০ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। ঈদের পর থেকে জেলার বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ৩১৭ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ২০৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এ রোগে এখনো কারো মৃ'ত্যু হয়নি বলে জানা গেছে।
সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, 'রোগের প্রকোপ যাতে না বাড়তে পারে সেই বিষয়ে দিকনির্দেশনা দিয়ে জেলার বিভিন্ন স্কুলসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হচ্ছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।