মোঃ সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : র্যাব-১৩ সিপিএসসি ক্যাম্পের আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রংপুরের পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার মানিক এণ্ড সন্স ফিলিং স্টেশনের সামনে থেকে ৩২ কেজি শুকনা গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীরা হলেন- লালমনিরহাটের জেলার কালীগঞ্জ থানার ভোটমারী সদরপাড়া এলাকার মৃত সমশের আলী সরদারের ছেলে মো. রহিদুল ইসলাম সরদার (৩৮) ও মইনুদ্দীন শেখের ছেলে আব্দুল জলিল শেখ (৩৩)। তারা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভারতীয় সীমান্ত এলাকা হতে প্রাইভেটকারযোগে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। এসময় র্যাব-১৩ সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি রংপর র্যাব-১৩, সিপিএসপি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।