মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের ব্যহারের জন্য কম্বল উপহার এবং পঞ্চাশ হাজার টাকার এক্স-রে ফিল্ম অনুদানের ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদারের হাতে আনুষ্ঠানিকভাবে ২০টি কম্বল উপহার ও পরবর্তীতে আরও ৫০টি কম্বল এবং সাধারণ রোগীদের এক্স-রে সেবা প্রদানের লক্ষ্যে ফিল্ম কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। পরে তিনি এক্স-রে কক্ষটি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম বলেন, স্বাস্থ্য কর্মকর্তার কাছে শুনেছি, একজন টেকনিশিয়ানের অভাবে অনেক দিন এক্স-রে মেশিনটি বন্ধ থাকার পর পুনরায় এটি সচল হয়েছে। কিন্তু ফিল্মের অভাবে সবাই এক্স-রে সেবা পাচ্ছেন না। আপাতত পঞ্চাশ হাজার টাকার ফিল্ম হলেই সাধারণ রোগীরা এই সেবা পাবেন জেনে আমার পক্ষ থেকে এই অনুদান দিচ্ছি।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ, মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের প্রধান সহকারী মো. ইয়াসিন ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি মো. জাহাঙ্গীর আলম, এক্স-রে টেকনেসিয়ান দিপা তালুকদার, সিনিয়র নার্স জাহানারা বেগম প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।