মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে মহামারি আকার ধারণ করছে। করোনার এই মহামারি রোধে জনস্বার্থে জনসচেতনতা সৃষ্টিতে সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণে মাঠে নেমেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারের নেতৃত্বে হোমনা সদরের বিভিন্ন পয়েন্টসহ বিভিন্ন বাজারে হ্যান্ডমাইক ব্যবহার করে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয় ও জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এই সময় করোনার ভ্যাকসিন গ্রহণ করার জন্য জনগণকে উৎসাহ প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, মেডিকেল অফিসার ডা. মো. ফারুক মিয়া, ডা. লুৎফুন্নাহার নিবিড়, ডা. মাহফুজা ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে জণগণকে সচেতন করতে এই সচেতনতামূলক প্রচার চালানো ও জণগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।