মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
"ডায়াবেটিস-সেবায় পার্থক্য আনতে পারে নার্সরাই" এই প্রতিপাদ্যে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে আজ শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দুপুরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনাসভায় মিলিত হয়। উক্ত আলোচনাসভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. ফাদলুল আজিম আবরার, ডা. মাহফুজা ইসলাম ও ডা. নার্গিস রুবাইয়া দিনার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স জেমমিন আক্তার, ইপিআই এর টেকনোলজিস্ট শেখ ফরিদ প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।