মোঃ ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
আজ মঙ্গলবার কুমিল্লার হোমনা উপজেলার সেন্ট্রাল হসপিটালের প্যাথলজিস্ট আশরাফ আলীর সহধর্মিণী শিল্পী বেগম করোনা পজিটিভ শনাক্ত হয়। এ কারণে হাসপাতালে আগত অন্যান্য রোগীদের সংক্রমণ এড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে হসপিটালটি লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। তিনি হসপিটালের সকলকে করোনা টেস্ট এর নির্দেশনা প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. শহীদ উল্লাহ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবং হসপিটাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আশরাফ আলীর সহধর্মিণী শিল্পী বেগম ঢাকার সাভারে থাকেন। ঈদের একদিন পূর্বে তিনি হোমনাতে আসেন।করোনা লক্ষণ থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওইদিনই করোনা টেস্ট করান।আজ রিপোর্ট পজিটিভ আসায় প্রদত্ত ঠিকানা বাগমারা উল্লেখ থাকায় প্রথমে বাগমারায় খোঁজ নেয়া হলে উল্লেখিত ঠিকানায় রোগীকে পাওয়া যায়নি। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহযোগিতায় ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।
যারা ইতোমধ্যে আশরাফ আলী এবং তার স্ত্রীর সংস্পর্শে এসেছেন তাদেরকেও স্ব উদ্যোগে টেস্টসহ হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশনা প্রদান করা হয়।