মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি >>
কুমিল্লার হোমনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার ৪০ বছর পর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শুরু হলো অপারেশন থিয়েটারের নতুন যাত্রা। আজ মঙ্গলবার দুপুরে কালিকাপুর গ্রামের জোবেদা বেগমের (২২) সিজারিয়ান অপারেশন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সরফরাজ হোসেন খানের নেতৃত্বে এবং অ্যানেসথেসিয়ার মাধ্যমে এ সিজারিয়ান অপারেশনের কাজ সম্পন্ন করেন উক্ত হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডা. আক্তার আলম। এ কাজে তাদের সহযোগিতা করেন সিনিয়র স্টাফ নার্স জেসমিন আক্তার ও জাহানারা বেগম। ডা. সরফরাজ হোসেন খান যোগদানের পর থেকে হোমনা হাসপাতালকে নতুনভাবে ঢেলে সাজানোর এবং মানসম্মত চিকিৎসা ও রোগীর সেবা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তিনি যোগদানের পর থেকে হাসপাতালে মেইন গেইটের ও জরুরি বিভাগের নিয়ন সাইনবোর্ড লাগানো, বিভিন্ন কক্ষের নাম্বার এবং চিকিৎসক ও কর্মকর্তাদের নেইমপ্লেট, এএনসি, এনসিডি ও আইএমসিআই, কম ওজনের শিশুদের কেএমসি ও ডেঙ্গু কর্ণার স্থাপন, বহিঃবিভাগে প্রতিটি রুমে রোগী দেখার জন্য স্ক্রিনের ব্যবস্থা, তথ্য ও অভিযোগ বক্স স্থাপন, সিটিজেন চার্টার স্থাপন, জরুরী বিভাগে নেবুলাইজার ও সাকার মেশিন, অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র নিয়মিত সরবরাহ , রিভার্স ওসমোসিস ফিল্টারিং এর মাধ্যমে রোগীদের জন্য পানির সুব্যবস্থা ও বহি:বিভাগে ফ্যানের ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কেবিন, সুসজ্জিত বাগান, ভেষজ ও ওষুধি গাছের বাগানে গাছের পরিচিতি ও গুনাবলীর নেইমপ্লেট, নারীদের জরায়ু মুখের ক্যান্সার সনাক্তকরণে ভায়া টেস্টের ব্যবস্থা করেছেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান বলেন, আজ সিজারিয়ান অপারেশন করতে পেরে আমি আনন্দিত। সকলের সহযোগিতায় আমি হোমনা হাসপাতালে রোগীর মানসম্মত চিকিৎসা, রোগীর সেবা বাড়ানো এবং হাসপাতালকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি এবং এ চেষ্টা অব্যাহত থাকবে।হাসপাতালটির আধুনিকায়নে আমি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।