মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনা সরকারি ডিগ্রি কলেজে ভর্তির ক্ষেত্রে এ বছর হঠাৎ করে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে জিপিএ- ৩.৫০ এবং মানবিক শাখায় জিপিএ- ৩.০০ বাধ্যতামূলক করার প্রতিবাদে ও তা প্রত্যাহার করার দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা হোমনা সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে দাবি-দাওয়া সংম্বলিত প্ল্যাকার্ড বহন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে একাত্মতা প্রকাশ করে কলেজ শাখা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দও তাদের সঙ্গে যোগ দেন।
জানা গেছে, গত বছরও কেবল পাশ করলেই ভর্তি হওয়ার সুযোগ ছিল। এ বছর হঠাৎ করেই ভর্তির ব্যাপারে ন্যুনতম জিপিএ'র এই বাধ্যবাধকতা আরোপের ফলে ক্ষোভে প্রকাশ করছেন ভর্তীচ্ছু ছাত্রছাত্রীরা। তারা জানান, এ বছর হোমনায় অধিকাংশ ছেলে-মেয়েই কলেজ কর্তৃপক্ষ আরোপিত জিপিএ'র নিচে অর্জন করেছে। এই সব ছেলেমেয়েকে কৌশলে বাদ দিয়ে অল্পসংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করিয়ে দায়সারাভাবে শিক্ষাদানের মানসিকতা বাস্তবায়ন করে আরাম-আয়েশে জীবন যাপন করার প্রস্তুতি নিয়েছে।
এ সব ছাত্রছাত্রী হোমনা কলেজে ভর্তি হওয়া থেকে বঞ্চিতহলে এসএসসিতেই শেষ হয়ে যাবে তাদের শিক্ষাজীবন। শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের বেঁধে দেওয়া জিপিএ'র দেওয়াল তুলে দিয়ে পাশ করা সব ছাত্রছাত্রীর ভর্তির সুযোগ সৃষ্টি করার এবং কলেজ কর্তৃপক্ষের আরোপিত জিপিএ'র দেওয়াল প্রত্যাহার করার দাবি জানান ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।