মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনার ফায়ার স্টেশন পরিদর্শন করেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) উপসচিব মোহাম্মদ মোজাম্মেল হক। আজ শুক্রবার দুপুরে হোমনা ফাযার স্টেশন পৌঁছালে তাকে হোমনা ফায়ার স্টেশনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ উপলক্ষে ফায়ার স্টেশন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, কুমিল্লার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া, ঢাকা বিসিআইসি কলেজের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ মাসুদুজ্জামান প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় উপসচিব মোহাম্মদ মোজাম্মেল হক হোমনা ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারীগণের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।