আইয়ুব আলী, হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা পৌর সভার নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়পত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বিল্লাল মেহেদীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে আওয়ামী লীগ ও বিএনপিতে একক প্রার্থী হয়ে মনোনয়পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, পৌর মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন মনোনয়পত্র জমা দেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত , উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, বিএনপির মনোনীত ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল লতিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার সভাপতি মুফতি আবদুল হাকিম মনোনয়পত্র জমা দেন । জমা দেওয়ার শেষ দিন রবিবার সকাল থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত জমা দেন। এদিকে গত শনিবার বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবদুল লতিফ , রবিবার দুপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. মো. নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আবদুল হাকিম নেতা কর্মীদের সঙ্গ নিয়ে মনোনয়পত্র জমা দেন। জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি ও আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার বিল্লাল মেহেদী বলেন, হোমনায় উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।