মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় পৌর মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কোনো করারোপ ছাড়াই পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম পৌরসভার ২২তম বাজেট ঘোষণা করেন। এটি তার দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেট ঘোষণা। উক্ত বাজেটে ৪৭ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ২০৯ টাকা ৮০ পয়সা সার্বিক আয়, ৪৬ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা ব্যয় ও ৭৪ লাখ ৯৮ হাজার ৭০৯ টাকা ৮০ পয়সা সমাপনী স্থিতি রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেট বক্তৃতায় মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম হোমনা পৌরসভাকে সকল নাগরিকের স্বপ্নের শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য এ শহরকে বাসযোগ্য করে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন, হিসাবরক্ষক মো. বিল্লাল হোসেন, প্রধান সহকারী মো. আবদুল মুন্নাফ, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন ও কাউন্সিলর আবুল কালাম আজাদ, সুকিয়া বেগম, মো. বিল্লাল হোসেন, মো. আবুল হোসেন, মো. শফিকুল ইসলাম সবু, মো. মোন্নাফ মিয়া, মো. কামাল হোসেন জামাল, আবদুল কাদির, আব্দুস সোবহান , শিল্পী বেগম, ফাতেমা বেগম, সাংবাদিক, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।