আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল,বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিদ্যালয়ের হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পেীর আ’লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির দাতা সদস্য মো. জহিরুল হক (জহর) । বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো. ফারুক উদ্দিন, সদস্য ও প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, সদস্য ও কাউন্সিলর মো. আবদুল বাতেন । বিদ্যালয়ের সহকারী শিক্ষক উৎপল কুমার ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মালেক হোসাইন, সহকারী প্রধান শিক্ষক সৈয়দা ফাহমিদা পারভীন, সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল্ ইসলাম, সহকারী শিক্ষক মো.আইয়ুব আলী , মো. তাজরুল ইসলাম, এসএসসি পরিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি তিথি, দশম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার হ্যাপী প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার মো.জয়নাল আবেদীন, আ’লীগ নেতা মো.কাশেম প্রধান, প্রধান শিক্ষক মো. আবদুল মান্নানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে মোনাজাত করেন সহকারী শিক্ষক মাওলানা মো.মমিনুল হক । পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।