মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। বর্তমানে করোনাভাইরাস মহামারিকালে এডিস মশা দ্বারা সৃষ্ট ডেঙ্গু জ্বরের পাদুর্ভাব রোধে ও জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে এই পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। আজ রবিবার দুপুরে এই পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুহাম্মদ বায়েজিদ উল্লাহ, সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সালাহ উদ্দিন ও সাইফুল ইসলাম প্রমুখ। এই পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযানে কয়েকজন পরিচ্ছন্নকর্মী অংশগ্রহণ করে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।