মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনা উপজেলার অফিস সহকারীরা ২ ঘন্টার কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে এ কর্মবিরতি পালন করেছে। আজ সোমবার হোমনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কুমিল্লা জেলা শাখার বাস্তবায়নে সকাল ৯ টায় থেকে বেলা ১১ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেছে হোমনা উপজেলার অফিস সহকারীরা। জানা গেছে, আগামীকাল সকাল ৯ টায় থেকে বেলা ১১ টা পর্যন্ত ২ ঘন্টার কর্মবিরতি পালন করবে। এ সময় কর্মবিরতিতে অংশগ্রহণ করেন- হোমনা উপজেলার ইউএনও অফিসের অফিস সহকারী দেলোয়ার হোসেন ভূঁইয়া ও জাকির হোসেন সরকার, এসিল্যান্ড অফিসের অফিস সহকারী শাহাদাৎ হোসেন মজুমদার, সার্টিফিকেট সহকারী আল আমিন ও সায়রাত সহকারী মো. মোস্তফা, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি কুমিল্লা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।