মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুবক ও যুব মহিলাদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রক্তদান কর্মসূচি, যুব ঋণ বিতরণ, র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে "দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, ডা. মিয়া মো. ফারুক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাংবাদিক মো. কামাল হোসেন, যুব উদ্যোক্তা আলমগীর হোসেন ও জিনাত আফরোজ। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।
শেষে আনুষ্ঠানিকভাবে ১৭ জন যুবক ও যুব মহিলার মাঝে ৬ লাখ ৩০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।