প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২১, ৮:৪০ অপরাহ্ণ
হোমনায় ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির সময় আনুমানিক ৫০-৬০ কেজি মাছ জব্দ করা হয়েছে। সোমবার মাথাভাঙ্গার সিনাই মাছের আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া। জব্দকৃত মাছগুলো ৫ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুমন দে উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে মাছ বিক্রেতাকে না পাওয়ায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
জানা গেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি করা,সংরক্ষণ করা সরকারিভাবে সম্পূর্ণ নিষেধ।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুমন দে বলেন,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির অপরাধে ৫০- ৬০ কেজি মাছ জব্দ করা হয়েছে এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube