মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে পাঁচশ' পিস ই'য়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঘাড়মোরা বাজারের পশ্চিমের ব্রিজ সংলগ্ন একটি স’মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাঈন উদ্দিন (২৫) বড় ঘাড়মোরা গ্রামের মো. কিরণের ছেলে। হোমনা থানায় তার বিরুদ্ধে মা'দক আইনে মামলা হয়েছে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ঘাড়মোড়া বাজারের পশ্চিম পাশে হোমনা-মুরাদনগর সড়কে এক ব্যক্তি মা'দকদ্রব্য ই'য়াবা বিক্রয়ের জন্য দাঁড়িয়ে আছে। এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মো. মাঈন উদ্দিনকে দেড় লাখ টাকা মূল্যের পাঁচশ' পিস লাল ও নীল রঙের ই'য়াবাসহ আটক করতে সক্ষম হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের অভিযানে আটক মা'দক কারবারি মাঈন উদ্দিনের কাছ থেকে পাঁচশ' পিস ই'য়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মা'দক আইনে মামলা হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।