প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৬:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২১, ১১:০১ অপরাহ্ণ
হোমনায় ৪০০ ফুট নিষিদ্ধ কারেণ্ট জাল পুড়িয়ে দিলেন ইউএনও

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় সরকারি নিষেধাজ্ঞা অম্যান্য করে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ নষ্ট করার অপরাধে ৪০০ ফুট
নিষিদ্ধ কারেণ্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে ।
জানা গেছে, বুধবার উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে উম্মুক্ত জলাশয়ে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে। এসময় ৪০০ ফুট নিষিদ্ধ কারেণ্ট জাল জব্দ করে চান্দেরচর ইসলামীয়া আলীয়া মাদ্রাসা মাঠে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অম্যান্য করে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ রক্ষার্থে নিষিদ্ধ কারেণ্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। জেলেরা খবর পেয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube