মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ৩৬ হাজার ৭শ' ১৫ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার শিশুদের এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়। “ভিটামিন ‘এ’ খাওয়ান , শিশুমৃত্যুও ঝুঁকি কমান” এই শ্লোগানে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হারুন আল রশিদ, উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, এসআই টিবলু মজুমদার, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন , ইপিআই টেকনোলজিস্ট শেখ ফরিদ, স্টোর কিপার মো. মহিউদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর জাকিয়া সুলতানাসহ হোমনায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৩শ' ৫৫ শিশুকে ১ টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ৩শ' ৬০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।