মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ৩০০ পিস ই'য়াবাসহ দুই মা'দক ব্যবসায়ীকে গ্রে'ফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার রঘুনাথপুর গ্রামের মাছের আড়তের কয়েক গজ পশ্চিমে হোমনা-মুরাদনগর রোডের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-বড় ঘাড়মোরা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. জসিম উদ্দিন (৩৭) ও ছোট ঘাড়মোরা গ্রামের মো. সফিকুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (২৫)।
পুুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুই জন মা'দক ব্যবসায়ী ই'য়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে উপজেলার রঘুনাথপুর গ্রামের মাছের আড়তের কয়েক গজ পশ্চিমে অবস্থান করছে। সংবাদ পেয়ে দ্রুত দৌড়ে পালানোর সময় উপজেলার হোমনা-মুরাদনগর রোডের পাকা রাস্তা থেকে তাদেরকে আ'টক করে পুলিশ। তাদেরকে তল্লাশি করে ৩০০ পিস ই'য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আ'টককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
হোমনাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে এবং সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহবান জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।