
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
আজ রোববার কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের রামপুর এর খোদেজা বেগম এবং ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর এর কাউসার, করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় তাদের বাড়িতে উপস্থিত হয়ে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুস ছালাম সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কায়েস আকন্দ এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান। এই সময় তাদের স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১৪ দিন হোম কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা প্রদান করা হয় এবং পরিবারের বাকি সদস্যদের করোনা টেস্ট করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, খোদেজা বেগম এর ছেলে কিছুদিন পূর্বে ঢাকা থেকে এসেছেন এবং কাউসার নারায়ণগঞ্জ থেকে আগত একজন গার্মেন্টসকর্মী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান,ঘাগুটিয়া ইউনিয়নের রামপুর এর খোদেজা বেগম এবং ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর এর কাউসার, করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় তাদের বাড়িতে উপস্থিত হয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।