আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি ঃ
কুমিল্লার হোমনায় ১ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । গত সোমবার রাতে হোমনা থানার এসআই সুনীল চন্দ্র সূত্রধর ও এএসআই মোর্শেদুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দুলালপুর বাজার থেকে গাঁজা ক্রয় -বিক্রয়ের সময় তাদের আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা হলো- উপজেলার ভিটিকালমিনা গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ শেখ ফরিদ প্রঃ আলমগীর (৩৮), রাজনগর গ্রামের মৃত নিরঞ্জন দাসের ছেলে হরিমন দাস (৪৮) । তাদের বিরুদ্ধে মাদক আইনে হোমনা থানায় মামলা হয়েছে । মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোর্পদ করা হইয়াছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে । তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।