মো আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
বিএনপির ডাকে চলমান হরতাল কর্মসূচিতে আজ রবিবার কুমিল্লার হোমনা উপজেলা অভ্যন্তরে তিনচাকার যানচলাচল ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক থাকলেও বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। উপজেলার ভেতরে সিএনজি অটোরিকশা ও ইজিবাইক চলাচল করেছে আগের মতোই। পার্শ্ববর্তী মুরাদনগর, তিতাস, মেঘনা ও বাঞ্ছারামপুর রুটে এই হালকা যানচলাচল স্বাভাবিক থাকায় আন্তঃউপজেলাগামী যাত্রীসাধারণের তেমন ভোগান্তিতে পড়তে হয়নি। ভাড়াও ছিল স্বাভাবিক। তবে ঢাকা ও কুমিল্লাগামী যাত্রীরা তাদের গন্তব্যে যেতে না পেরে ভোগান্তির শিকার হয়েছেন। অনেকেই বাসস্ট্যান্ডে এসেও বাড়ি ফিরে গেছেন। যানবাহন ও জনসাধারণের নিরাপত্তায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থান, বাস স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে পুলিশের টহল অব্যাহত ছিল।
বাস মালিক সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে রাজধানী ঢাকা ও জেলা শহর কুমিল্লা রুটে ৯৩টি বাস নিয়মিত চলাচল করে থাকে। কিন্তু রবিবার হরতালের কারণে জেলা শহর কুমিল্লার উদ্দেশ্যে বিকেল তিনটার পর দুই একটি বাস ছাড়লেও রাজধানী ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি।
এ ব্যাপারে ঢাকা বাস মালিক সমিতির সভাপতি মো. নাসির আলম সিকদার বলেন, 'হরতালের জন্য কোনো প্যাসেঞ্জার নেই। তাই কোনো বাস ছাড়া হয়নি।'
কুমিল্লাগামী বাস নিউ একতা সার্ভিসের পরিচালক মো. উজ্জ্বল সরকার জানান, 'কুমিল্লার উদ্দেশ্যে দুপুরের পর থেকে আমরা দুই একটি করে বাস ছেড়েছি।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।