মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা:
কুমিল্লার হোমনায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জুম অ্যাপ্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সভাপতিত্বে ,পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, হোমনা থানার অফিসার- ইন-চার্জ মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম,উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সোনালী ব্যাংক ম্যানেজার , ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত সভায় পশুরহাট ব্যবস্থাপনা, কোরবানি সংক্রান্ত যাবতীয় নির্দেশনা বাস্তবায়ন, বর্জ্য অপসারণ ও চামড়া ব্যবস্থাপনা, জননিরাপত্তা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে ও নিরাপদে পবিত্র ঈদ-উল-আযহা পালন করতে সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।