মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি : সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনা উপজেলার প্রতিটি স্কুল ও মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আজ সকালে সরে জমিনে গিয়ে হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় , হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় , কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয় ও ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ে দেখা যায়, প্রতিটি বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর , শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং শিক্ষার্থী ভোটাররা নিজ নিজ বিদ্যালয় মাঠে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে। ভোটাররা সিরিয়াল মেনে একে একে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।