প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২১, ১১:০১ পূর্বাহ্ণ
হোমনায় সার্কেল এএসপি’র সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-২


মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় ‘একটি গ্রাম থেকে একটি দেশ ,মাদক মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ঘোষণা করেছিলেন,"হয় মাদক ছাড়ুন, না হয় কুমিল্লা ছাড়ুন"এরই ধারাবাহিকতায় (হোমনা-মেঘনা সার্কেল) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ( এএসপি) মো. ফজলুল করিম এর নেতৃত্বে হোমনা পৌর এলাকায় অভিযান চালিয়ে মাদকের বড় একটি চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ মার্চ,২০২১ খ্রি.) আনুমানিক রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার গ্রামীণ ব্যাংক সংলগ্ন মো. লাক মিয়ার বিল্ডিং এ অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা, ৬৫০ পিস ইয়াবা ও ০৩ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আটকরা মো: ফারুক মিয়া (৪২) হোমনা পৌরসভাধীন শ্রীমদ্দি গ্রামের আনারুল হক এর ছেলে এবং সোনিয়া আক্তার (১৯) তিতাস থানার শিবপুর গ্রামের আবু হানিফ এর স্ত্রী।
(হোমনা-মেঘনা সার্কেল) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে পৌরসভার গ্রামীণ ব্যাংক সংলগ্ন মো. লাক মিয়ার বাড়ি থেকে ২৭ কেজি গাঁজা, ৬৫০ পিস ইয়াবা ও ০৩ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তিনি আরও জানান, সে যে-ই হোক মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রসঙ্গত, তিনি (হোমনা-মেঘনা সার্কেল) এএসপি হিসেবে যোগদানের পর থেকে চোরাই গরু ও চোরাই সিএনজি উদ্ধার, চিহ্নিত ডাকাত গ্রেফতার ,মাদক ব্যবসায়ী ও সেবক গ্রেফতার, জুয়াড়ি গ্রেফতার, অপহরণকারী গ্রেফতার ও একাধিক ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, সার্কেল স্যারের নেতৃত্বে পৌরসভার গ্রামীণ ব্যাংক সংলগ্ন মো. লাক মিয়ার বিল্ডিং এ অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা, ৬৫০ পিস ইয়াবা ও ০৩ বোতল ফেন্সিডিলসহ মো: ফারুক মিয়া (৪২) এবং সোনিয়া আক্তার (১৯) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো: ফারুক মিয়ার বিরুদ্ধে আগেও আরও ৪/৫ মামলা রয়েছে। আজ দুপুরে গ্রেফতার ব্যক্তিদের কোর্টে প্রেরণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube