আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক প্রচারণা ও জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শনিবার কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ এর নিদের্শনায় হোমনা পৌর বাজার এলাকায় জনগণের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক প্রচারণা এবং মাস্ক পরিধান করার বিষয়ে সচেতন করা হয়। এ সময় হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, এস আই সেকান্দর মোল্লা ও এ এস আই নন্দ সাহাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলা,মাস্ক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে অভিযান পরিচালিত হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।