মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় গুজব প্রতিরোধ এবং শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, মুসলিম ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সারাদেশে কেউ কেউ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় গুজব রটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, তা রোধ করে শান্তিশৃঙ্খলা বজায় ও সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন রাখার লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেলিমা আহমাদ এমপি। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, কামরুল ইসলাম, মো. শাহজাহান মোল্লা, নাজিরুল হক ভূঁইয়া, খন্দকার জালাল উদ্দিন ও তাইজুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম, হোমনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুছ ছাত্তার,মাওলানা মুফতি নূরুজ্জামান, পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়, যুগল কিশোর ভৌমিক, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।