কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি।।
হোমনায় মুন্সী পলাশ(২৫) এর উপর স*ন্ত্রাসী হা*মলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। হোমনার ছয়ফুল্লাকান্দি এলাকাবাসীর আয়োজনে আজ ০৮ মে ২০২৫ খ্রি. শনিবার বিকেলে উপজেলার ছিনাইয়া মোড় এলাকায় (হোমনা-ঢাকা সড়কে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও স*ন্ত্রাসী ইউনুছ ও তার সহযোগীদের বিচারের দাবিতে শত শত নারী-পুরুষ এতে অংশগ্রহণ করে।
https://youtu.be/SyRsL89U-Ns?si=aoQVKPNCWOV5F51k
এসময় মুন্সি পলাশের মা শিক্ষিকা সালমা আক্তার বলেন, 'গত ০৫ মে সন্ধ্যায় দেশীয় অ*স্ত্রশস্ত্র নিয়ে আমার একমাত্র পুত্র পলাশের উপর অতর্কিত হা*মলা করে ছয়ফুল্লাকান্দি গ্রামের অহেদ আলীর পূত্র মোহাম্মদ ইউনুছ এবং তার সহযোগীরা। এতে আমার পুত্র পলাশ মারাত্মক আহত হয়। পরে তাকে আমরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা খারাপ দেখে ডাক্তারগণ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এখনো তার চিকিৎসা চলছে।
পরে আমি ৮/৫/২০২৫ খ্রি. তারিখে হোমনা থানায় গিয়ে মো: ইউনুছ এবং তার সহযোগীদের আসামি করে একটা মামলা করি। এখনও কোনো আসামি গ্রেফতার হয় নি। আমরা প্রা*ণভয়ে দিন কাটাচ্ছি। আমাদের দাবি- অতিদ্রুত স*ন্ত্রাসী ইউনুছ এবং তার সহযোগীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হউক। এর আগেও তারা আমার ছেলের উপর হামলা করেছিলো।
জায়গাজমি সংক্রান্ত বিরোধ নিয়ে তারা আমার স্বামী আবদুল মতিন মুন্সিকে হ*ত্যা করেছিলো। সেই হ*ত্যামামলাও চলমান রয়েছে।
এসময় আরও বক্তব্য রাখেন, আহত পলাশের স্ত্রী সাবিহা জান্নাত শিফা, বোন মাহমুদা আক্তার মিতা এবং শাহ আলী মেম্বার প্রমুখ।
হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. নাজমুল হুদা বলেন, 'ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। 'আসামী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।