মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে আজ বুধবার শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, ওসি, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে র্যলিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বের সকল শিশুর জন্য নিরাপদ, সুন্দর, নির্মল পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ওসি মো. জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু ও মো. কামাল হোসেন, শিক্ষার্থী কে এম ফারশাদ রিজওয়ান ও সাবিকুন নাহার প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।