প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২১, ২:৫৬ অপরাহ্ণ
হোমনায় লকডাউন বাস্তবায়নে সার্কেল এএসপি’র নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে হোমনা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিকের নেতৃত্বে এবং হোমনা থানার উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ রোববার সকাল ১১ টায় শোভাযাত্রাটি হোমনা থানা থেকে বের হয়ে ২ ঘন্টাব্যাপী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
হোমনা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিকের নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আবুল কায়েস আকন্দ, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী নয়ন, এসআই আশেকুল ইসলাম,সেকান্দর মোল্লা,শামীম সরকারসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, শোভাযাত্রাটি থানা থেকে বের হয়ে প্রথমে হোমনা চৌরাস্তা হয়ে পঞ্চবটি ,ঘাড়মোড়া, কাশিপুর, রঘুনাথপুর, দুলালপুর রামকৃষ্ণপর ও ঘাগুটিয়ায়সহ উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ।এসময় করোনার সংক্রমণ রোধকল্পে ও লকডাউন বাস্তবায়নে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube